নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।
সারাদেশের সঙ্গে দিনাজপুর বিরামপুরে লাখো কন্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ করা হয়েছে।আজ সকাল ১১ টায় বিরামপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সারাদেশের সাথে একযোগে লাখো কণ্ঠে ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করা হয়েছে। এই বিশাল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
আজ শনিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়ে বেলা ১১টায় জাতীয় সঙ্গীতের পরপরই লাখো কণ্ঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের পুরো ভাষন সমস্বরে পাঠ করা হয়।
এসময় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, দিলীপ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, অধ্যক্ষ ফরহাদ হোসেন, শিশির কুমার সরকার সহ উপজেলা আওয়ামী লীগ ও
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার, মেসবাউল হক, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আরমান হোসেন, সাংবাদিকগণ প্রমূখ।#
মন্তব্য করুন