নবাবগঞ্জে ব্র্যাকভিশন সেন্টার নারীদের মাঝে বিনামূল্যেচিকিৎসা সেবা প্রদান I

Spread the love

 

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় শতাধীক নারীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও চশমা প্রদান করা হয়েছে। দিনাজপুরের নবাববগঞ্জে ৮মার্চ রবিবার ব্র্যাকভিশন সেন্টারের উদ্যোগে কাতারক্রিয়েটিভভিশন ও অরবিসইন্টারন্যাশনালের সহযোগিতায় আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে দিনব্যাপী চিকিৎসা নিতে আসা  নারীদের বিনামূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মাঝে প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয়।ব্র্যাকভিশনের দিনাজপুর জেলা এরিয়া ম্যানেজার মোঃরফিকুল ইসলাম জানান, সমাজে অনেক অসহায় লোক টাকার অভাবে ভালোভাবে নিজেদের চিকিৎসা করাতে পারেনা।তারা দিনের পরদিন কষ্টকরে।আমরা চাইনা কেউ বিনাচিকিৎসায় অন্ধ হয়ে যাক।তাই আমরা বছরের বিজয়দিবস, স্বাধীনতাদিবস, দৃষ্টিদিবস, নারীদিবস ও শিশু দিবস সহ বিশেষ দিনগুলোতে ব্যাপক প্রচারের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এচিকিৎসা সেবা প্রদান করছি।এর আগে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভায় নবাবগঞ্জ ব্র্যাকভিশন সেন্টারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ গ্রহণকরে। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলাপরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আতাউর রহমান জানান ব্র্যাকভিশনসেন্টারের মাধ্যমে উপজেলার জনসাধারণ উন্নতমানের চিকিৎসা সেবাদিচ্ছে। নবাবগঞ্জ ভিশনসেন্টারের কর্মসূচী সংগঠক মোঃতহিদুলইসলাম জানান আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে ২ (দুই) দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।