ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতাঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয় নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন পুড়িয়ে ও পাইপ জব্দ করে ভেঙ্গে দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল সোমবার সকালে উপজেলার শালিকাদহ ঘাট ও নুনদহ ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াহিদা খানম। আদালত পরিচালনা করে ড্রেজার মেশিন পুড়িয়ে ও পাইপ জব্দ করে ভেঙ্গে দেয়া হয়। এ সময় থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি উপজেলার চন্ডিদাস পুর গ্রামের অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্থ গোলাম মোস্তফা ও জাহাঙ্গীর আলমের পরিবারের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন।
মন্তব্য করুন