নবাবগঞ্জ(দিনাজপুর) সৈয়দ হারুনুর রশীদ। দিনাজপুরের নবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে ওই চাল বিক্রি শুরু করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান জানান ইউনিয়ন পর্যায়ে হত দরিদ্রদের জন্য সরকার নির্ধারিত মূল্যে ফেয়ার প্রাইজ কার্ডের মাধ্যমে ওই চাল বিক্রি করা হচ্ছে। উপজেলার ৯টি ইউনিয়নে ১১ হাজার ৩১ জন উপকারভোগী ওই সুবিধা ভোগ করবে। ওই চাল বিক্রির জন্য প্রতি ইউনিয়নে ২ জন করে ডিলার নিয়োগ দেয়া হয়েছে। ওই সব ডিলারদের নিকট থেকে সুবিধা ভোগিরা প্রতি মাসের জন্য প্রতি জন ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবে। এ সুবিধা উপকারভোগীরা আগামী এপ্রিল মাস পর্যন্ত ভোগ করতে পারবে।
মন্তব্য করুন