নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম. রুহুল আমিন প্রধান
সোমবার সকাল ১১ টায় দিনাজপুরের নবাবগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর এর ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় সমবায় কৃষি, মৎস্য, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ জেলা পর্যায়ের দপ্তর সমূহ ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাসিক অগ্রগতির পর্যালোচনা সভা হয়েছে। উপজেলা প্রকৌশলী মোঃ মুনছুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ মারজান আলী, প্রকল্পের সমাজ বিজ্ঞানী মোঃ সামসুল হক, ক্ষুদ্রাকার পানি উন্নয়ন প্রকল্পের সাধারণ ফেসিলেটর মোঃ জাহিদুর রহমান, সিও মোঃ আঃ হাই কাফী এলজিইডি, নবাবগঞ্জ, দিনাজপুর, বিনোদনগর ত্রিমহনী প্রকল্পের সভাপতি মোঃ নজরুল ইসলাম, কবুলীপাড়া প্রকল্পের সভাপতি অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, ৪নং শালখুরিয়া ইউনিয়নের প্রকল্পের সভাপতি মোঃ শফিকুল ইসলাম বেলাল, ভাদুরিয়া ইউনিয়নের সভাপতি মোঃ আহসানুল কবির শামীম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম. রুহুল আমিন প্রধান প্রমুখ।
মন্তব্য করুন