ঘোড়াঘাট থেকে মোঃ শফিকুল ইসলামঃ
ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতে শ্রদ্ধাঞ্জলী অর্পন, টিএন্ডটি কবর স্থানে বিভিন্ন প্রজাতির একশত চারাগাছ রোপন সহ ওসমানপুর কওমী মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে কেক কাটার মধ্যে দিয়ে মুজিব বর্ষ পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলার মুক্তিযোদ্ধা ভবনের বঙ্গবন্ধুর প্রতিকৃতে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলার চেয়াম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা। এসময় উপস্থিত ছিলেন পৌর-মেয়র মোঃ আব্দুস সাত্তার মিলন, ভাইস চেয়াম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়াম্যান রুশিনা সরেন, অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম, ওসি তদন্ত মোঃ কামাল হোসাইন, পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, উপজেলা প্রকৌশলী নূর-নবী খান, অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, একাডেকিম সুপার ভাইজার ধ্বীরাজ সরকার প্রমুখ।
মন্তব্য করুন