নবাবগঞ্জে বিদেশ ফেরত ২৮, হোম কোয়ারেন্টাইনে ২ জন।

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।  দিনাজপুরের নবাবগঞ্জে বিদেশ ফেরতের সংখ্যা ২৮ জন আর হোম কোয়ারেন্টাইনে আছেন ২ জন। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) অশোক কুমার চৌহান আজ রবিবার জানান এ পর্যন্ত বিদেশ ফেরত ২৮ জনের নাম কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। একই দিন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহজাহান আলী জানান এ পর্যন্ত বিদেশ ফেরত ২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে। অপর দিকে করোনা সংক্রমন ঠেকাতে জন সমাবেশ না করার জন্য জন সচেতনতা বৃদ্ধি ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা প্রশাসনের পক্ষে গণ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। উপজেলা প্রশাসন বাজার মনিটরিং সহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। গত শনিবার বিকালে উপজেলার আফতাবগঞ্জ বাজারে উপজেলা নির্বাহি অফিসার নাজমুন নাহার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধে আতংক নয়,চাই জন সচেতনতা লেখা লিফলেট বিতরন করছে বে সরকারী সংস্থা ব্র্যাকের কর্মীরা। এ দিকে গত শনিবার স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক ফেসবুক লাইভে বলেছেন তিনি রাস্ট্রীয় কাজে বর্তমানে ঢাকায় আছেন। তিনি করোনা সংক্রোমন প্রতিরোধে তার নির্বচনী এলাকার নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহবান জানিয়েছেন। এলাকার জন সাধারনেরা মূখে মাস্ক পরা সহ করোনা সংক্রোমন থেকে রক্ষার জন্য সতর্ক ভাবে চলাফেরা করছে।তবে তাদের মাঝে আতংক থেকেই যাচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন সদা তৎপর আছেন বলে জানা গেছে ।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।