বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী দিচ্ছেন ঘোড়াঘাটের ইউএনও I

Spread the love

ঘোড়াঘাট থেকে মোঃ শফিকুল ইসলামঃ
করোনা ভাইরাস সংক্রমন রোধে সংকটে থাকা নিম্ন আয়ের মানুষদের মধ্যে দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদা খানম শ্রমজীবি মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।চাল সহ নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এ উপজেলায়। প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার হতদরিদ্র অসহায়, শ্রমিক, চা বিক্রেতা, ভিক্ষুক , দিনমুজুর ও কর্ম সংকটে থাকা পরিবারে চাল, ডাল, লবণ, তেল ও আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদা খানম জানান গতকাল শুক্রবার পর্যন্ত এ উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২হাজার ৪শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, তেল, আলু । খাদ্যসামগ্রী ছাড়াও একটি জীবানুনাশক সাবান, মাস্ক ও লিফলেট বিতরন করা হয়।এ ব্যপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তোফায়েল আহমেদ নামে এক জন ফেসবুক স্ট্যার্টাসে লেখেছেন,গত কয়েক দিন যাবত পরিশ্রম করে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় অসহায় দরিদ্র মানুষের খাদ্য সামগ্রী নিজেই প্রক্রিয়াজাতকরণ করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন ইউএনও। ঘোড়াঘাট হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও শিক্ষক মনোরঞ্জন মোহন্ত জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ছুটে চলছেন তিনি । কোথাও কোন রকম আইনের বিঘ্ন ঘটলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা করছেন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।