ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলামঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ভিজিডি কার্ডের চাল ক্রয় করে বিক্রি করার অভিযোগে মোঃ রতন মিয়া(৪০) নামে এক মুদিব্যবসায়ীর কাছ থেকে ২০হাজার টাকা জরিমানা আদায়সহ ২ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। মোঃ রতন মিয়া পৌর এলাকার দক্ষিণ নয়া পাড়া গ্রামের আলম মিয়ার ছেলে । সোমবার দুপুরে ঘোড়াঘাট পৌর শহরের চার মাথা বাস স্ট্যান্ড এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ।জানা যায় মোঃ রতন মিয়া উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাদশা মিয়ার নিকট থেকে ভিজিডি কার্ডের চাল কালো বাজারে ক্রয় করে মুদিদোকানে বিক্রি করছিলেন । ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াহিদা খানম অভিযান পরিচালনা করে তাকে দন্ড দেন। মুদি ব্যবসায়ী রতন মিয়া সত্যতা স্বীকার করে জানান ,তিনি ঐ চাল গুলো ইউপি সদস্য বাদশা মিয়ার কাছ থেকে পাইকারী ভাবে ক্রয় করেন। উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় থেকে জানা যায় অভিযুক্ত বাদশা মিয়ার বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।
মন্তব্য করুন