ঘোড়াঘাটে মোটর পরিবহণ শ্রমিকেরা খাদ্য সহায়তা চায় I

Spread the love


ঘোড়াঘাট থেকে মোঃ শফিকুল ইসলাম:
দিনাজপুর মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন-১১৬৭ এর অন্তর্ভুক্ত উপজেলার রাণীগঞ্জ বাজার বাস স্ট্যান্ড কমিটির মোটর শ্রমিকেরা প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় খাদ্য সহায়তা চায়।
করোনা ভাইরাসের কারণে দেশের পরিবহণ খাত ও যোগাযোগ মাধ্যম বন্ধ হয়ে পড়ায় কর্মহীন হয়ে পড়ে এসব শ্রমিকেরা। এ কমিটিতে ৬২টি জন সদস্য রয়েছে । তারা প্রত্যেকই অসহায় ও নিম্ন আয়ের মানুষ। পরিবহণ খাত বন্ধ থাকার কারণে তারা বর্তমানে কর্মহীনতায় ভুগছে। কয়েকজন শ্রমিক জানাই, কর্মহীনতার কারণে তারা পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে থাকছে। তাদের বাড়িতে খাবার নেই। নেই অর্থ উপার্জনের ব্যবস্থা। এ বিষয়ে রাণীগঞ্জ বাজার বাস স্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক মো: জোবায়েদ খন্দকার জানান, তিনি এসব শ্রমিকের বিষয়ে বিভিন্ন দপ্তরে তালিকা দিয়েছেন কিন্তু তার প্রতিকার পাননি।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।