ঘোড়াঘাট থেকে মোঃ শফিকুল ইসলাম:
করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট সংকট মোকাবেলায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া, বুলাকীপুর ও পালশা ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গত দুই দিনে উপজেলার বুলাকীপুর ও সিংড়া ইউনিয়নে অসহায়, শ্রমিক, ভিক্ষুক, দিনমজুর, কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও ওয়ার্ডের ইউপি সদস্যেদের সমন্বয়ে বাড়িতে বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সিংড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫৯৪টি ও বুলাকীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫১৪টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল ও ১ কেজি আলু। এদিকে পালশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হামিদ তার ব্যক্তিগত তহবিল থেকে ঐ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ু ৩ কেজি আল, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও মরিচ ১০০গ্রাম। তিনি গত এক সপ্তাহে ৩২০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। অপরদিকে দিনাজপুর-৬ আসনের এমপি সাহেবের অ্যাম্বাসেডর সাংবাদিক ইফতেখার আহম্মেদ বাবু তার ব্যক্তিগত তহবিল থেকে ঘোড়াঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের প্রতিটি বাড়িতে জীবাণুনাশক স্প্রে করা সহ ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় ৩৬হাজার টাকার ম্যাস্ক ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় মাইকিং এ প্রচার করেছেন।
মন্তব্য করুন