ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে শফিকুল ইসলাম:
দিনাজপুরের ঘোড়াঘাটে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০টাকা কেজি দরে বিক্রির ৮৬৯ বস্তা চাল নিয়ে ব্যাপক ভুল বুঝাবুঝি হয়েছে। পুলিশ মজুদকৃত চাল সিজার লিস্টের মাধ্যমে জব্বদ করে চাল ডিলার সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী রহিমা বেগমের নিকট জিম্মায় রেখেছেন। গতকাল রবিবার এই জব্বদকৃত চাল পুলিশ সহ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে বিক্রি করা হবে। বিক্রিতে যদি কোন অনিয়ম পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আমিরুল ইসলাম ও হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিঁউল ইসলাম। তিনি জানান, উপরের নির্দেশ পাওয়ায় তারা এ অভিযোগ পরিচালনা করেন। এবং তথ্য ছিল চেয়ারম্যান আব্দুল মান্নান ভিজিএফ এর চাল আত্মসাত্ম করে গুদামজাত করে রেখেছেন। এই রকম তথ্যের ভিত্তিতেই পুলিশ গুদামে যায়। এই সময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের সঙ্গে কথা হলে তিনি জানান, এই বার পুষ্টি সমৃদ্ধ ৩০ কেজি করে চাল বিতরণের ডিলারশীপ পায় দিনাজপুর জেলার পুলহাট এলাকার মের্সাস সোহা অটো রাইস্মিল। গত শুক্রবার মিল কর্তৃপক্ষ ৮৬৯ বস্তা চালের একটি ট্র্যাক পাঠায় দিলে আমি চাল গুলি আমার চাতালে গুদাম ঘরে রাখি। যা সোমবার থেকে বিতরণের কথা রয়েছে।
মন্তব্য করুন