নবাবগঞ্জ( দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।> দিনাজপুর নবাবগঞ্জের ৫ নং পুটিমারা ইউনিয়নের শ্যামপুর (টংগী) গ্রামের আমিন হাসদা,টুন্ডা মরমু,মালতী কিসকু ও কাঞ্চন সরেন এরা সরকারের কোন সাহায্য না পাওয়ার কথায় ফেসবুকে প্রকাশিত ভিডিও দেখার সঙ্গেই -সঙ্গেই দিনাজপুর ৬ এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি মহোদয় ওই ৪ টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন।এমপি মহোদয়ের আস্থাভাজন হাবিবুর রহমান রিপন ওই ৪ টি পরিবারের মাঝে গতকাল সন্ধ্যায় এমপি’র প্রেরিত খাদ্য সামগ্রী বিতরন করেন।এ-সময় স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশীদ মামুন উপস্থিত ছিলেন। এ বিষয়ে ইউপি সদস্য মামুনুর রশীদ জানান যে, টুন্ডা মরমু তার মা সুরুজ মনির সঙ্গে একই অন্য ভুক্ত,সম্প্রতি সুরুজ মনি বিধবা ভাতা ও ভিক্ষুক ভাতার সরকারী সমুদয় সুবিধা পেয়ে আসছে।এছাড়াও টুন্ডা মরমুর ছেলে বাবুলালের নামে ঐ পরিবারকে ল্যাম্প থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এদিকে মালতী কিসকুর স্বামী সরেন হাসদা নিয়মিত ভাবে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি করে চাল পেয়ে আসছে। একই ভাবে আমিন হাসদার স্ত্রী মানচু সরেন নিয়মিতভাবে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি করে চাল পেয়ে আসছে। এছাড়াও তার আর্থিক অনটন ভেবে ল্যাম্পের সহযোগিতাও দেয়া হয়েছে। অপর জন কাঞ্চন সরেনের নাম আগামী তালিকায় রয়েছে।ইউপি সদস্য আরো জানায় আমরা সরকারের দূর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী র পাশাপাশি মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র নিজস্ব তহবিল হতে প্রদত্ত্ব খাদ্য সামগ্রী সমন্বয় করে পর্য্যয়ক্রমে বিতরণ করে চলেছি যাতে নিম্নবৃত্ত ও মধ্যবৃত্ত পরিবারের সবাই এ ত্রাণের খাদ্য সামগ্রীর সুবিধা লাভ করেন।উল্লেখ্য করোনা পরিস্থিতি মোকাবেলায় দিনাজপুর ৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি নিজস্ব তহবিল হতে এলাকার (নবাবগঞ্জ, বিরামপুর,ঘোড়াঘাট ও হাকিমপুর)এ ৪ টি উপজেলার ৪০ হাজার দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী,ঢাকা থেকে ফেরা-রিক্সা ভ্যান, ভটভটি শ্রমিক,খেটে খাওয়া মানুষ সহ নিম্ন আয়ের ঘরবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে চলেছেন নিরলস ভাবে। #
মন্তব্য করুন