নবাবগঞ্জে লক ডাউনে থাকা শালদীঘি আশ্রায়নের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ I

Spread the love

নবাবগঞ্জ দিনাজপুর থেকে এম রুহুল আমিন প্রধান ঃ > আজ ২৭শে এপ্রিল দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার শালদীঘি আশ্রায়নের লক ডাউনে থাকা শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ জন স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানেের অর্থায়নে ও নবাবগঞ্জ উপজেলা পুষ্টি সমন্নয় কমিটির আয়োজনে করোনা ভাইরাস আক্রান্তের কারণে আশ্রায়ন নিবাসীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে । এসময় নিবাসীদের পক্ষে খাদ্য সামগ্রী নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের হাতে বিতরণের জন্য তুলে দেন উপজেলা স্বাস্হ‍্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাহাজান । পরে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান। ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল কবির রাজু, উপজেলা স‍্যানেটারী ইনেপ্টর মোঃ মোকছেদুল মোমিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআই ও রেফাউল আজম জানান লক ডাউনে থাকা পরিবার গুলোর মাঝে সরকারি ভাবে খাদ‍্য সহায়তা প্রদান করা হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান নিবাসীদের বলেছেন আপনারা কোন ভাবেই নিজেদের ঘর হতে বের হবেন না। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সামাজিক দুরত্ব রক্ষা করতে গ্রাম পুলিশেদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছেন। এসময় নির্বাহী অফিসারের এমন কাজ উপস্থিত সকল কে করোনা ভাইরাস প্রতিরোধে সহায়ক হতে আগ্রহ সূষ্টি করেছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।