এম রুহুল আমিন প্রধান
চলতি বোরো মৌসুমে ধানের জেলা দিনাজপুরে আবহাওয়া অনুকূলে থাকায় মাঠে মাঠে সোনালী রঙ্গের ধান মাড়াই শুরু হয়েছে। ধান রোপনের পর থেকেই সেচ রাসায়নিক সার প্রয়োগে কোনো ধরনের সমস্যা হয়নি কৃষকের। এছাড়াও নিরবিচ্ছন্ন বিদুৎ সরবরাহ যথাসময়ে প্রয়োগ করতে পেরেছিল উৎপাদনের সাথে জড়িত থাকা কৃষকেরা । এর কারণে ফলন ভালো হয়েছে। এছাড়াও এবছর ধানে রোগ বালাই কমছিল । নবাবগঞ্জ উপজেলার হেয়াত পুর গ্রামের কৃষক জামাল হোসেন শওগুন খোলা গ্রামের লোকমান হোসেন তারা জানান মাড়াইয়ের সময়ে আবহাওয়া অনুকূলে থাকলে তাদের কষ্টের সোনালী ফসল ঘরে ওঠাতে পারবে। এবিষয়ে নবাবগঞ্জ উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা ফাত্তাউজ্জামান জানান মাঠে মাঠে গিয়ে ফসল উত্তোলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নবাবগঞ্জ বিরাম পুর হাকিম পুর ঘোড়া ঘাট ফুলবাড়ি পার্ব্বতী পুর চিরির বন্দর বীর গঞ্জ সহ গোটা জেলায় কর্তন চলছে । বীর গঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ আবু রেজা আসাদুজ্জামান জানান ২ সপ্তাহ সময় পেলেই সুষ্টভাবে বোরো ধান ঘরে তুলতে পারবে কৃষক। নবাবগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হালিমুর রহমান ও বিরাম পুর খাদ্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান খাদ্য অধিদপ্তর সরাসরি কৃষকের নিকট থেকে ২৬টাকা কেজি দরে ধান ক্রয় করবে। এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান বোরো ধান সংগ্রহে কোন ধরনের অনিয়ম দৃনীতি সহ্য করা হবেনা
মন্তব্য করুন