ঘোড়াঘাট থেকে মোঃ শফিকুল ইসলাম শফিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ ২০২০ইং জন্য লটারীতে কৃষক নির্বাচন করা হয়েছে। গত দুই দিন ধরে উপজেলা পরিষদ হল রুমে ও সিংড়া,বুলাকীপুর ইউনিয়ন পরিষদ হল রুমে এ লটারী অনুষ্ঠিত হয়। লটারী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাফে খন্দকার সাহানশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আতোয়ার রহমান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন,সিংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন, সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, পালশা ইউপি চেয়ারম্যান মোঃ কবিরুল ইসলাম, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান ,ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম,কৃষক লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আকাশ প্রমুখ। এ উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৮৫৭জন কৃষককে লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়। প্রত্যেক কৃষকের কাছ থেকে ২৬টাকা কেজি দরে ১টন করে ধান ক্রয় করবে সরকার।
মন্তব্য করুন