এম রুহুল আমিন প্রধান ঃ-
সুজলা সুফলা শস্য শ্যামলা মোদেরী বাংলা । প্রকৃতিক ভারসম্য ও বাসযোগ্য নিরাপদ দুনিয়ার জন্য প্রয়োজন গাছ গছালী স্বাস্হ্য সুরক্ষার দরকার ঔষধী গাছ। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এসব মহা মূল্যবান গাছ। দিনাজপুরে নবাবগঞ্জ চারটি বিট অফিসের অধিনে ও একটি ফরেষ্ট রেন্জের অফিসের অধিনে ১৭ শত হেক্টর জুড়ে নায়ানিভিরাম শাল বন। এক সময় বন কে ঘিরে রয়েছে অনেক কথা দল বেঁধে আসতো সাপুড়ে কবিরাজ বনে এসে বলতো চিনলে জরি না চিনলে বনের খড়ি। সতিই যারা চিনেছেন তারা পেয়েছেন। আর যারা চিনেনি তারা বন কেঁটে চেষ্টা করেছেন ফসলী জমি উদ্ধার করতে। দেশ স্বাধীনের দীর্ঘদিন পরে বন বিভাগ হারিয়ে যাওয়া ৩৩ প্রজাতির গাছের চারা রোপনের যে পদক্ষেপ নিয়েছে তা প্রশংসার দাবীদার । সম্প্রতি চরকাই ফরেষ্ট রেন্জের আয়োজনে রোপন কর্মসৃচীতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার , দিনাজপুর সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা আব্দুর রহমান , চরকাই রেন্জের কর্মকর্তা নিশিকান্ত মালাকার, নবাবগঞ্জ সদর বিট কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, নবাবগঞ্জ ব্যাবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান , উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক হিলি বার্তার সহ সম্পাদক এম রুহুল আমিন প্রধান , সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ। রোপণ শেষে সংসদ সদস্য মো শিবলী সাদিক সাংবাদিকদের জানান ঐতিহ্যবাহী শাল বন থেকে অনেক পুষ্টিকর ফলের গাছ হারিয়ে যাচ্ছে আর সে সময় বন বিভাগের এমন আয়োজন খুবই কার্যকর। আসুন আমরা সকলে সুন্দর একটি পৃথিবী গড়তে নিজে গাছ রোপন করি অন্যকে উৎসাহ দেই।
মন্তব্য করুন