নবাবগঞ্জে বোরোধান সংগ্রহ লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন ।

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে মোঃ হাফিজুর রহমান (মিলন) > দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলায়   কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ করার লক্ষ্যে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে আজ ৩১ মে ২০২০।রবিবার বেলা ১১টায় উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ  লঠারী অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে লটারীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি) মোঃ আল মামুন,  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হালিমুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, ইউ,পি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, মোঃ আসমান জামিল, মোঃ রাশেদুল কবীর, আইনুল হক চৌধুরী সহ উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানগন   উপস্থিত ছিলেন।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হালিমুর রহমান বলেন, লটারিতে আবেদন করা ১৩ হাজার ৬শ ৬২ জন কার্ডধারী কৃষকের মধ্য হতে লটারিতে নির্বাচিত ৩ হাজার ৩শ ৬২ জন কৃষকের নিকট হতে ১ টন করে মোট ৩ হাজার ৩শ ৬২ মেঃটন বোরোধান ক্রয় করা হবে, এতে কোন অনিয়ম হবেনা ।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।