নবাবগঞ্জ আশুড়ার বিলের ক্রস ড্যামেরধসে যাওয়া বাঁধ নির্মাণের উদ্দোগ নিলেন ইউ, এন ও নাজমুন নাহার ।

Spread the love


নবাবগঞ্জ (দিনাজ পুর ) থেকে এম রুহুল আমিনঃ-
দিনাজপুরে নবাবগঞ্জে পর্যটকদের দৃষ্টিনন্দন ওই বিলে ২০১৯ সালে বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বি এডিসির ) ১৮ লাখ টাকা ব্যায়ে ছোট আকারে ক্রস ড্যাম নির্মান করেছে। এর কারণে বিল, জাতীয় উদ্যান কাঠের সেতু, মৎস্য অভয় আশ্রম, সহ দেশী প্রজাতীর পাখির কিচিরমিচির আওয়াজ পর্যটকদের আকৃষ্ট করেছে। কয়েক দিনের টানা বর্ষনে গোটা আশুড়ার বিল ভরে গেছে পানি। যার কারণে নির্মিত ক্রসড্যাম প্রবাহিত পাানি এক পর্যায়ে পূর্বদিকে কাঁচা মাটির বাঁধ পানির তোড়ে ধসে গেছে এর কারণে বিলের পাানি সহ দেশী প্রজাতীর মাছ বের হয়ে যাচ্ছে। এমন সংবাদ পাওয়ায় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ধসে ভেঙ্গে যাওয়া বাঁধটি পূন সংস্কারের বলিষ্ট পদক্ষেপ নিয়েছেন । সকাল থেকেই বিলে শ্রমিককের কাজ শুরুকরেছে। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার বাঁধ সংস্কারের জায়গা পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল মামুন , দিনাজপুর সামাজিক বন বিভাগের নবাবগঞ্জ সদর বিট কর্মকর্তা মো: খাইরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মিলন, নবাবগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহবুর আলম , মেসার্স তানভির আহম্মেদ এর সত্তাধিকারী ও নবাবগঞ্জ ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: মতিবুর রহমান। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার বলেছেন নবাবগঞ্জে শেখ রাসেল জাতীয় উদ্যানের আশুরার বিলে বাঁধ শীঘ্রই সংস্কার করা হবে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।