নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খয়েরগুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪টি কাঁঠাল গাছ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে।কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পর কাটা গাছগুলি জব্দ করে নিয়ে গেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয় ভবনের পিছনে থাকা ৪টি মাঝারি আকারের কাাঁঠাল কাটা হয়েছে। অপর ২টি গাছ কাটার সময় স্থাননীয়রা বাধা দিলে তা কাটা বন্ধ হয়ে যায়। স্থানীয়রা বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করলে গত সোমবার কাটা গাছ গুলি জব্দ করে নিয়ে যান। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গির আলম, সদস্য জাহেদা খাতুন ও প্রধান শিক্ষক আফজাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান বিদ্যালয়ের নতুন একটি ভবন নির্মান হবে। এর জন্য ঠিকাদার জায়গা ফাঁকা করার কথা জানান। তাই তারা গাছগুলি কাটার সিদ্ধান্ত গ্রহন করেন। এ বিষয়ে তারা উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট একটি আবেদনও দিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম জানান তারা গাছ কাটার আবেদন একটি দিয়েছেন কিন্তু আবেদনের প্রেক্ষিতে তো গাছ কাটার কোন অনুমিত প্রদান করা হয়নি। তার ভাষায় গাছগুলি নিয়ম না মেনে কাটা হয়েছে। তিনি জানান গাছগুলি জব্দ করে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। কাঠের পরিমাণ জানতে চাইলে তিনি জানান ২১ সি এফ টি।।#
মন্তব্য করুন