নবাবগঞ্জ নিউজ ডেস্কঃ-
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। লকডাউনে কর্মহীণ হয়ে নীরব দূর্ভিক্ষের মধ্যে মানবেতর জীবন যাপন করছে বেসরকারি ভাবে পরিচালিত কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকেরা । এসব শিক্ষকদের পরিবার চলে শিক্ষার্থীদের টাকায়। সমাজে আত্মসম্মানে আঘাত হানার ভয়ে কারও কাছে সহযোগীতা চাইতেও পারছেন না তারা। জানা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জে প্রায় ৪০টি কিন্ডার গার্টেন স্কুলের অন্তত ৫ শত শিক্ষক মানবেতর জীবন যাপন করছেন । গত ১৭ই মার্চ হতে সরকারী নির্দেশ মোতাবেক বেসরকারী কিন্ডার গার্টেন স্কুল গুলো বন্ধ থাকায় তাঁরা কোন বেতন ভাতা পাচ্ছে না। শিক্ষকদের বাড়ীভাড়া সহ সংসারের সকল প্রকার খরচ তাঁরা স্কুলের বেতন দিয়ে ব্যায় ভার করত। গ্রামে যারা শিক্ষকতা করে তাদেরও একমাত্র ভরসা ওই বেতন। ধার দেনা করে এই ক’দিন তাঁরা চললেও বর্তমানে তাঁদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে।একাধিক শিক্ষকদের দাবি তাদেরকেও যেন সরকারী প্রণোদনার আওতায় আনা হয়। সরকার তাঁদের দিকে ফিরে তাঁকালে অন্তত খেয়ে পরে তাঁরা জীবন যাপন করতে পারবে। করোনা পরিস্তিতিতে কিন্ডার গার্ডেনের শিক্ষকদের সরকারি প্রণোদনা দেয়া হলে তারা উপকৃত হবেন।
মন্তব্য করুন