খোলা চিঠি)
বরাবর,
মাননীয় বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য-১১,দিনাজপুর-০৬।
বিষয়:রাস্তা পাকা করনের জন্য আবেদন প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এইযে,আমরা আপনার নির্বাচনী এলাকার নবাবগঞ্জ উপজেলার ৫ নং
পুটিমার ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।আমাদের মতিহারা
উচ্চ বিদ্যালয় গেট হতে বাজারের মধ্য হয়ে সাংবাদিক সৈয়দ হারুনুর রশীদের
বাড়ীর পশ্চিম পার্শ্ব হয়ে পুর্বপাড়া বড় মসজিদ সংলগ্ন পাকা রাস্তা
পর্যন্ত,মতিহারা পুর্বপাড়া জুলফিকার আলী মাস্টারের বাড়ীর দক্ষিন পার্শ্ব
পাকা রাস্তা হতে কয়রাপুর তুলশীগঙ্গা নদীর সুইস গেইট পর্যন্ত,বাজারের
পুর্বে হাইওয়ে সড়কের কালিয়া মোড় হতে কালিয়া জামে মসজিদ হয়ে কালাম ফকিরের
বাড়ী হয়ে আলাম কফিরের বাড়ী পর্যন্ত এবং মতিহারা বাজারের পশ্চিমে হাইওয়ে
পুটিমারা মোড় হতে পুটিমারা গ্রামের জামে মসজিদ পর্যন্ত প্রায় ৩ কিঃমিঃ
রাস্তা পাকা করনের অভাবে দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে মতিহারা,কালিয়া,
পুটিমারা কয়রাপুর,পরানদিঘী সহ আশেপাশের ১০ টি গ্রামের যানবাহন- পরিবহন সহ
৮/৯ হাজার গণমানুষকে অবর্ননীয় দূর্ভোগ পোহাতে হয়।বিশেষ করে এলাকার
কৃষিজীবি মানুষের ক্ষেতের ফসল ঘরে উঠাতে বিঘা প্রতি ২/৩ হাজার টাকা
অতিরিক্ত বহন খরচের
ঘানি টানটে হচ্ছে।গণমানুষের উল্লেখিত দুরাবস্থার অবসানের জন্য এলাকাবাসীর
প্রাণের দাবী বর্ণিত রাস্তাগুলো পাকা করন করা হোক।উল্লেখ্য এ বিষয়ে এলাকা
বাসীর পক্ষ হতে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট লিখিত আবেদন প্রদানও করা হয়েছে।আসন্ন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মাননীয় সাংসদ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করবেন বলে এলাকাবাসীর দাবী।
এলাকাবাসীর পক্ষে-সৈয়দ হারুনুর রশীদ।#
মন্তব্য করুন