নবাবগঞ্জে করোনা আক্রান্ত ২১ জনের ১৮ জনকে মুক্ত ঘোষণাঃ

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।

দিনাজপুরের নবাবগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ২১ জনের মধ্যে ১৮ জন কে মুক্ত ঘোষনা করা হয়েছে বলে আজ সোমবার উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহাজাহান আলী জানিয়েছেন। তিনি জানান উপজেলা এলাকায় গত ১৪ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে। এর মধ্যে শুধু গত ২৭ মে তেই ১৩ জনের আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে। যার মধ্যে স্বাস্থ্য বিভাগেরই ছিল ১২ জন। তিনি আরও জানান এ পর্যন্ত উপজেলা এলাকায় নমুনা সংগ্রহ করা হযেছে ২৬৩ জনের। এদের সকলের পরিক্ষা রিপোর্ট এসেছে। এ ছাড়াও বর্তমানে যারা ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে এলাকায় এসেছে এরকম হোম কোয়ারেন্টাইনে আছে ১২৮ জন। এদিকে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও স্বাস্থ্য বিধি মেনে চলছে না মানুষ। মাস্ক ছাড়া ঘুরাফেরা, বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে চলাচল সহ বাজার ঘাটে প্রয়োজন ছাড়াই জন সমাগম ঘটানো হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষে সর্ব সাধারনকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হলেও তা প্রায় কেউই মানছে না। এ ভাবে চলাফেরার কারনে এলাকায় করোনা সংক্রমন বৃদ্ধি পেতে পারে এমনই আশংকা করছে স্থানীয় সচেতন মহল।#


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।