নবাবগঞ্জ (দিনাজ পুর) থেকে এম রুহুল আমিন প্রধান >
সরকারি ভাতা নিতে আসা ব্যাক্তিরা যেন হয়রানি ফাঁদে না পড়েন তার জন্য এমন হুসিয়ারী।
নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় হতে প্রদেয় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা পেতে কোন প্রকার টাকা লাগেনা। আমি বিনীত অনুরোধ করবো দয়া করে নতুন নির্বাচিত ভাতাভোগী কাউকে টাকা দিবেন না।নবাবগঞ্জে আবেদনকৃত সকল প্রতিবন্ধী ভাতা পাবেন। সুতরাং কাউকে টাকা দিয়ে খামাখা বিভ্রান্ত হবেন না।
নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের কেউ ভাতা সংক্রান্ত কাজে কোনো প্রকার টাকা দাবি করলে দেবেন নাহ।সরাসরি অফিসে এসে আমার সাথে যোগাযোগ করুন। আমাকে দিতে হবে বলে কাউকে টাকা দিয়ে আমাকে ছোট করবেন না।ধন্যবাদিএদিকে উপজেলা নির্বাহী অফিসার তাঁর ফেসবুক আইডিতে বলেছেন , কেহ যদি কাউকে টাকা দিয়ে ভাতাভোগী হয়ে থাকেন তাহলে তার কার্ড বাতিল করা হবে । এবং যে টাকা নিবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে ।
মন্তব্য করুন