দিনাজপুরের নবাবগঞ্জে গলা কেটে হত্যা মামলার আসামি গ্রেফতার I

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর )থেকে এম রুহুল আমিন প্রধান>
দিনাজপুরের নবাবগঞ্জে গলাকেটে হত্যা মামলার অন্যতম আসামি মোস্তফা কে রংপুর জেলার মিঠাপুকুর থানা থেকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। নবাবগঞ্জ থানা পুলিশ,
পরিদর্শক তদন্ত শামসুল আলম জানান,গত ১৫ই জুন পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার তেঁতুলিয়া গ্রামের ভ্যানচালক মিজানুর রহমান কে ভ্যানসহ লুট করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের পুল বান্দা রাস্তার পাশে গভীর রাতে গলা কেটে হত্যা করে মোটর চালিত ভ্যান নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় নবাবগঞ্জ থানায় সংবাদ দেয়া হলে পুলিশ এলাকা থেকে মিজানুর রহমানের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর মর্গে প্রেরণ করেন। এই ঘটনায় মিজানুর রহমানের স্ত্রী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার এক সপ্তাহের মধ্যেই পুলিশ মোবাইল কল লিস্ট যাচাই-বাছাই শেষে হারিয়ে যাওয়া ভ্যান মিজানুর রহমানের ব্যবহৃত মুঠোফোন ছুরি সহ প্রয়োজনীয় হত্যা সাথে সংশ্লিষ্ট উপকরণ উদ্ধার করে। থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান জানান আটক হওয়া মোস্তফা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।