দিনাজপুরে নবাবগঞ্জে এক আদিবাসী পরিবার কে মারপিট করার বিরুদ্ধে থানায় অভিযোগ I

Spread the love

নবাবগঞ্জ (দিনাজ পুর ) থেকে   মোঃ রুহুল আমিন প্রধান >
দিনাজপুরে নবাবগঞ্জে পূর্ব জমি সংক্রান্ত বিরোধের জের কে কেন্দ্র করে আদিবাসী পরিবার কে মারপিট সহ এক নারী কে নির্যাতনের অপরাধে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাহমুদ পুর ইউনিয়নের চক নওদা আদিবাসী পাড়ায় ১৫ই জুন । ওই ঘটনায় চক নওদা গ্রামের সুনীল মুর্মু জানায় তুচ্ছ ঘটনায় একই গ্রামের নজমালের ছেলে তাহেরুল ইসলাম , (৪৫) সাজু মিয়া (৩৬) শরিফুল ইসলাম (৩৬) মনারুল ইসলাম (৩০) তাকে সহ আরেক জনকে কথাকাটাকাটির এক পর্যায়ে মারপিট করতে থাকে এ বং তাদের আত্ব চিৎকারের সুনীল মুর্মুর স্ত্রী এগিয়ে আসলে বিবাদী তাহেরুল অনজুলী কিস্কু (৩০) কে পিছন দিক থেকে মারতে থাকে নির্যাতন করার জন্য অপর সাজু সহ অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করে । পরে সুনীলের অন্যান্য আত্মীয় সজনরা এসে বিবাদীদের কবল থেকে রক্ষা করে। এঘটনায় সুনীল মুর্মু বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ্য করে নিরাপত্তা চেয়ে অভিযোগ দিয়েছে। এবিষয়ে নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে ওসি অশোক কুমার চৌহান জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে সত্যতা পেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে । এবিষয়ে অভিযুক্ত তাহেরুল ও সাজুর সাথে যোগাযোগ করা হলে তারা মারপিট সহ নারী নির্যাতনের অভিযোগ টির সত্যতা নেই । তাদের কে মিথ্যা অভিযোগে হয়রানি করা হচ্ছে। তারাও নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়ছে।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।