নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে হাফিজুর রহমান (মিলন) >
নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার সিসিডিবি ইসিআর প্রকল্পের মোট ৮টি ফোরামের ৬৪০ জন সদস্যদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ফলদ চারা বিতরণ করা হয়। হাড়িভাঙ্গা আম ১১৩২টি, কাঠাল১৯১ টি,লেবু ১০৫টি পেয়ারা ১৬০টি, লিচু ৫৫টি সর্বমোট ১৫৮৮টি ফলদ চারা বিতরন করা হয়েছে। এর মধ্যে হাড়িভাঙ্গা আমের প্রদর্শনী প্লট ছিল ২৩টি।
ফলদ চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসার জনাব, মোস্তাফিজুর রহমান। কৃষি উপ-সহকারী জনাব, মমিনুর রশিদ। বিরামপুর উপজেলার কৃষি উপ সহকারী জনাব, মমিনুল ইসলাম। মুকুন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব, মোঃ সাইফুল ইসলাম। ফুলবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য রিক্তা বেগম।
সিসিডিবি অফিস থেকে উপস্থিত ছিলেন জনাব হরি সাধন রায় (এরিয়া ম্যানেজার, (সিসিডিবি সিপিআরপি প্রজেক্ট) জনাব, হেমন্ত রায় (একাউন্টস অফিসার,) (সিসিডিবি সিপিআরপি প্রজেক্ট)
জয়মনি সিংহ ট্রেইনার (সিসিডিবি সিপিআরপি প্রজেক্ট) মোহাম্মদ ইকবাল হোসাইন ফিল্ড কমিউনিটি অর্গানাইজার ( সিসিডিবি ইসিআর প্রকল্প)
লতিকা সরকার ফিল্ড কমিউনিটি অর্গানাইজার (সিসিডিবি ইসিআর প্রকল্প)
এছাড়াও নেটওয়ার্কসভাপতি
ফোরামের সভাপতি, সম্পাদক ক্যশিয়ার সহ সকল সদস্য উপস্থিত ছিলেন এবং চারাগাছ বিতরণে অংশগ্রহণ করেছেন পাড়া মহল্লার গন্যমান্য ব্যক্তিবর্গ।
চারা বিতরনের পাশাপাশি রাস্তার পাশে চারা গাছ লাগানোও হয়।
মন্তব্য করুন