নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।
গত ২ মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও দিনাজপুরের নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া সেই নব জাতকটির অভিভাবকের সন্ধান মিলেনি। গত ২ মে সন্ধ্যার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের লাঠিদাম গ্রামের পার্শ্বে একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছিল ওই কণ্যা নব জাতকটিকে। উদ্ধারের পর ভাদুরিয়া ইউনিয়নের ইউ,পি সদস্য হারুনুর রশিদ নবজাতকটিকে নিজ বাড়ীতে নেন। এরপর তিনি বিষয়টি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার মায়ের স্নেহে নব জাতকটিকে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরদিন রবিবার বেলা ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নব জাতকটি মারা যায়। এরপর দুপুরে তাকে নবাবগঞ্জ উপজেলা পরিষদের পিছনে সরকারী কবরস্থানে দাফন করা হয়।#
মন্তব্য করুন