দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার করোনায় আক্রান্ত I

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে মোঃ রুহুল আমিন প্রধান >
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার বিরাম পুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার এই নির্বাহী অফিসার করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে সক্রিয় ভাবে জনসাধারণ কে রক্ষা করতে জীবন বাজি রেখে অনেক অবদান রেখেছিলেন আজ প্রশাসনের ওই কর্মকর্তার দেহে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন।
দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় দিনাজপুর এম. রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরিত নমুনা পরিক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয় বলে জানানো হয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, জ্বরসহ করোনা ভাইরাসের অন্যান্য উপসর্গ থাকায় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের নমুনা সংগ্রহ করে তা পরিক্ষার জন্য দিনাজপুর এম. রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার তার নমুনা পরিক্ষার রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ শনাক্ত পাওয়া যায়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ি নিজ বাসাতেই হোম আইসোলেশনে রয়েছেন।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানান, গত কয়েকদিন থেকে শরীরে জ্বরসহ করোনার উপসর্গ দেখা দেয় তাই করোনা পরিক্ষার জন্য নমুনা দেন। এর পর থেকেই তিনি অফিস করেননি, বাড়িতেই ছিলেন। বুধবার নমুনা পরিক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।