দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান I

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর থেকে) এম রুহুল আমিন  >                                                                                                                                                                                                         দিনাজপুরের বিরামপুরে কোভিট-১৯, করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার কাজের সহোযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুটো অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছেন জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও যুগ্মসচিব মো. হুমায়ুন কবীর।
জানা যায়, ১০ই আগষ্ট ২০২০ইং তারিখ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো.সোলায়মান হোসেন মেহেদীর হাতে দুটো অক্সিজেন কনসেন্ট্রেটর ও ৫পি পালস অক্সিমিটার গুলো হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আব্দুস সালাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাঞল অফিসার ডা. মোছা. সিফাত আরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিরামপুর উপজেলার করোনায় আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য তিনি নাভানা কম্পানির মাধ্যমে দুটো অক্সিজেন কনসেনট্রেটর ও ৫পি পালস অক্সিমিটার আমাদের অনেক কাজে আসবে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী বলেন, অক্সিজেন কনসেনট্রেটর ও ৫পি পালস অক্সিমিটার উপহার পেয়ে আমাদের উপকার হলো। কারণ দিনাজপুর জেলা সদর আমাদের এখান থেকে অনেক দূরে হওয়ায় অনেক সময় জরুরি রোগীর জন্য সমস্যা হয়। এই জন্য যারা উপহার পাঠিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশর করেছে এলাকাবাসী।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।