জয়পুরহাটে বিট পুলিশিং অফিস উদ্বোধন I

Spread the love


জয়পুরহাট প্রতিনিধি, ওমর আলী বাবু >
’বিট পুলিশিং সফল করি, সুখী নিরপদ সমাজ গড়ি’ এই স্লোগান কে সামনে রেখে জয়পুরহাটে ইউনিয়ন পর্যায়ে বুধবার দুপুরে বিট পুলিশিং অফিসের উদ্বোধন করা হয়েছে। জয়পুরহাট সদর উপজেলার পুরানাপুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিং অফিসের উদ্বোধন করা হয়।

পুরানাপুল ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এই অফিসের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। আরো উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রেজাসহ আরো অনেকে। এর আগে শহরের নতুন হাট এবং ভাদসা ইউপিতে এই অফিসের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে জেলায় মোট ৪৪ টি পুলিশিং বিট অফিস করা হবে। এসব অফিসে একজন উপ পরিদর্শক, একজন সহকারী উপ পরিদর্শক নিয়মিত দায়িত্ব পালন করবেন।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, পুলিশং কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং পুলিশিং সেবা জনগনের দোড়গোড়ায় পৌছাতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগনের ভোগান্তি কমাতে এই পুলিশিং বিট কার্যকর ভুমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।