জয়পুরহাট প্রতিনিধি ,ওমর আলী বাবু >
”বিট পুলিশিং বাড়ি বাড়ি, সুখী নিরাপদ সমাজ গড়ি” এমন স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকমুক্ত সমাজ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জয়পুরহাটের পাঁচবিবির সীমান্ত এলাকা চেচঁড়া ও চাঁনপাড়ায় বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। সোমবার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজ্জাদ হোসেন, পাঁচবিবির সিনিয়র সার্কেল অফিসার ইশতিয়াক আলম, থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাগজানা ইউনিয়ন আ.লীগ সভাপতি ইউনুস আলী মন্ডল।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, এলাকার চুরি, ছিনতাই, মাদক নিয়ন্ত্রন, সন্ত্রাসী কর্মকান্ড, সামজিক বিবাদ নিষ্পত্তি, বাল্যবিবাহ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতেই পুলিশের সেবা সাধারন মানুষের মাঝে পৌছে দিতেই কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি বিট পুলিশিং কার্যালয়ের মাধ্যমে এ কর্মসুচী সকলের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে । এছাড়া পুলিশ সুপার বিট কার্যালয় উদ্বোধন শেষে বিভিন্ন দোকানদার, পথচারি ও ভ্যান চালকদের সঙ্গে কথা বলেন, যে পুলিশকে তাদের কোন চাঁদা দিতে হয় কি না।
মন্তব্য করুন