নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন ।
বৃহস্পতিবার দিনাজপুর সামাজিক বন বিভাগ চরকাই ফরেষ্ট রেঞ্জের আওতায় নবাবগঞ্জ সদর বিটের ডাংসেরঘাট মৌজায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে জবর দখল হওয়া ওই জমি উদ্ধার করেছে বন বিভাগ।
নবাবগন্জ বিটের ডাংশের ঘাট মৌজার বনভূমি জবরদখল প্রচেষ্টা প্রতিহত করে চারা রোপনের মাধ্যমে বাগান সৃজন করেছে।জমির পরিমান ০.৬৫ একর।
অভিযানে ছিলেন চরকাই ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, নবাবগন্জ বিটের ষ্টাফ,ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবাবগঞ্জ সদর বিট কর্মকর্তা মোঃ খায়রুল আলম জানান প্রায় ১০ লাখ টাকা মূল্যর জমি উদ্ধার করে সামাজিক বনায়ন তৈরী করা হয়েছে।
দিনাজপুর সামাজিক বন বিভাগের চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার বলেন বনের জবর দখল জমি উদ্ধারে সকলের সাহযোগিতা কামনা করছি।
মন্তব্য করুন