জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু >
জয়পুরহাটের আক্কেলপুরে অবৈধভাবে ফসলি জমি কেটে বালু উত্তোলনের দায়ে আসলাম হোসেন নামের এক বালু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকেলে উপজেলার সোনামুখী ইউনিয়নের গণিপুর এলাকায় অবৈধ ভাবে ফসলি জমির টপ সয়েল (মাটির উপরিভাগ) কেটে বালু উত্তোলনের দায়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম হাবিবুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ী আসলাম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম হাবিবুল হাসান বলেন, ফসলি জমির টপ সয়েল (মাটির উপরিভাগ) কেটে নেওয়া দন্ডনীয় অপরাধ। এতে ফসলি জমির উর্বরতা নষ্ট হয়। অবৈধ বালু উত্তোলনকারী আসলাম হোসেনকে জরিমানা করে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত এস্কেভেটর মেশিন সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
এ সময় সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মমিনুল ইসলাম ও আক্কেলপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন