জয়পুরহাটে শিক্ষা দিবসে শিক্ষার্থীদের বেতন ফি মওকুফের দাবি I

Spread the love

জয়পুরহাট প্রতিনিধি:ওমর আলী বাবু >
জয়পুরহাটে শিক্ষা দিবসে শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ, মেস ভাড়া মওকুফে সরকারি বরাদ্দসহ বেসরকারি শিক্ষকদের বেতন নিশ্চিতে রাষ্ট্রীয় বরাদ্দের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চিনিকল সড়ক থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাঁচুরমোড়ে এসে সমাবেশ করে সংগঠনটি।জয়পুরহাট জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাসদের আহ্বায়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি উৎপল দেবনাথ, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা দাবি জানিয়ে বলেন, করোনার মহামারীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ, মেস ভাড়া মওকুফ করে সরকারি বরাদ্দ দেওয়া, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া অনলাইন ক্লাস পরিচালনা না করে সরকারি অনুদানে ডিভাইস ক্রয়ের সুযোগসহ বেসরকারি শিক্ষকদের বেতন নিশ্চিতে রাষ্ট্রীয় বরাদ্দের দাবি জানান বক্তারা।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।