দিনাজপুর জেলার স্বাস্থ্য সেবায় এবারো প্রথম খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপূর)থেকে এম রুহুল আমিন প্রধান।
দিনাজপুর জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে প্রশংসনীয় কাজ করায় দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) এবারো প্রথম হিসেবে নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত র‌্যাংকিং থেকে জানা যায়, স্বাস্থ্য সেবার বিভিন্ন ক্যাটাগরীতে উন্নতি ও মানসম্মত সেবা প্রদানের ফলে ৬৮.৪৪ পয়েন্ট পেয়ে আগস্ট মাসে দেশের মধ্যে ২৮তম, রংপুর বিভাগের দ্বিতীয় ও টানা কয়েক বারের ন্যায় জেলার প্রথম স্থান দখল করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট)।
জানা যায়, ফ্লু কর্ণার, করোনা রোগীদের সেবার মান, রোগীর বেড দখলের হার, রক্ত সঞ্চালন,পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবা নিতে আসা রোগীর সংখ্যা বৃদ্ধি, নিরাপদ প্রসব, এএনসি, পিএনসি ও কেএমসি সেবা মুক্তিযোদ্ধা-মাদকাসক্ত-অটিজম কর্ণার,করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেন কনসেন্ডটর মেশিন, অভিযোগ ও পরামর্শ বক্স চালু, হেল্পলাইন চালু সহ নানান কাজে উন্নতির ফলে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।