নবাবগঞ্জ (দিনাজপুর ) থেকে এম রুহুল আমিন
প্রবল বর্ষণ আর ধেয়ে আসা পানিতে ভরে গেছে করতোয়া নদী।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী।
ইউনিয়ন গুলো বিনোদনগর কুশদহ দাউদপুর মাহমুদপুর।
নদীর পাড় এলাকায় শক্তিশালী বাঁধ নির্মাণ না হওয়ায় বাঁধ ভেঙ্গে পানি ঢুকে পডছে ফসলের মাঠে। এছাড়াও দাউদপুর ইউনিয়নের সিরাজ ফকির পাড়া বালুয়া চড়া জাতের ঘাট মাহমুদপুর ইউনিয়ন এর মহারাজপুর গুচ্ছগ্রাম সহ বেশ কিছু গ্রামে বন্যার পানির কারণে ফসলি জমি পানির নিচে ডুবে গেছে।
এছাড়াও কাঁচা ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এমন সংবাদ পেয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং তাদের অবস্থা সরেজমিন পরিদর্শন করেছেন বলে এই তথ্যটি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী।
দাউদপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ (সাহাগ) জানান ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার।
গত ১ লা অক্টোবর ২০২০ইং পরিদর্শনের সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম ইউপি চেয়ারম্যান সায়েম বিনোদ নগর ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন