নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধান
নিখোঁজের ৩ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি নবাবগঞ্জের সামছুল আরেফিন প্রিন্স এর। এ ঘটনায় তার ভগ্নিপতি উপজেলার দাউদপুর ইউনিয়নের আখিরা গ্রামের রাফিউল ইসলাম গত ১৪ অক্টোবর নবাবগঞ্জ থানায় জিডি করেছেন। যার নং- ৫৪৮।
জিডিতে তিনি উল্লেখ করেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বড় মহেশপুর গ্রামের মৃত শহিদুল্লাহ এর পুত্র সামছুল আরেফিন প্রিন্স (১৮) গত ১২/১০/২০২০ইং তারিখ রাত আনুমানিক ১০ ঘটিকার সময় ০১৭৩৭৯৬৯৭৯০ হতে তার ভগ্নিপতি রাফিউল ইসলামের ০১৭২২২৭০৫২৭ তে কল করে জানায় যে, রপ্তানী বাজার থেকে বাইবেল ব্রীজ ঢাকা বাসস্ট্যান্ড হতে বাসার উদ্দেশ্য রওনা করবে। এরপর থেকে তার ব্যবহৃত ফোন নাম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং অদ্যবধি বাড়িতে ফিরে না আসায় পরিচিত বন্ধু বান্ধব এবং আত্নীয় স্বজন এর বাড়িতে খোঁজ খবর করে কোন সন্ধান পাওয়া যায় নি। নিখোঁজ সামছুলের বিবরণ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখের আকৃতি লম্বাটে, পরনে সাদা চেকের শার্ট ও কালো প্যান্ট ছিল।
মন্তব্য করুন