জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে ১৮ অক্টোবর ২০২০ ইং তারিখ বিকাল ০৪ ঘটিকা হইতে ০৮.৩০ ঘটিকা পর্যন্ত জয়পুরহাট জেলার সদর থানাধীন খঞ্জনপুর মহাশ্মশানঘাট এবং সবুজনগর মন্ডলপাড়া এলাকা হইতে গাঁজা-১৫ গ্রাম, কলকি-০৩ টি, দিয়াশলাই বক্স-১০ টি, সিগারেট-০৫ টি, তাস-০১ বান্ডিল, জুয়া খেলার নগদ অর্থ-৩ হাজার,২শ ৭৭ টাকা, দেশীয় মদ-১.৫ লিটার, কাঁচি-০১ টিসহ মাদক সেবনকারী আসামী ১। চন্দন কুমার দাস (৪০), পিতা-মৃত. দেবেন চন্দ্র দাস, ২। দিলীপ সরকার (৬০), পিতা-মৃত. যজ্ঞেশ^র সরকার, উভয় সাং-খঞ্জনপুর (উত্তর পাড়া), ৩। মোঃ রশিদ মন্ডল (৩৫), পিতা-মোঃ শুকটা মন্ডল, সাং-হাতিল হাজীপাড়া, ৪। মোঃ সাইদুল ইসলাম (৪০), পিতা-মৃত. মাহাতাব মন্ডল, ৫। মোঃ মিনহাজুল ইসলাম (২৫), পিতা-মোঃ আজিজুল হক, উভয় সাং-বুলুপাড়া, ৬। সুদেব সরকার (৫২), পিতা-মৃত. গৌর চন্দ্র সরকার, সাং-কেশবপুর, ৭। দানু সরকার (৪৭), পিতা-মৃত. সমর সরকার, সাং-খঞ্জনপুর বঙ্গবন্ধুপাড়া, ৮। মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা-মৃত. গিয়াস উদ্দিন, সাং-বিশ^াস পাড়া, ৯। মোঃ মারুফুল ইসলাম (২৫), পিতা-মোঃ সাবরুল ইসলাম, সাং-পূর্ব ধানমন্ডি, ১০। মোঃ সাহেদুল ইসলাম (২৩), পিতা-মোঃ আব্দুল আউয়াল, সাং-ধানমন্ডি, ১১। মোঃ মমিনুর ইসলাম (১৯), পিতা-মোঃ মকবুল ইসলাম, সাং-ভেটি সড়কভবন, ১২। রাজু মুরমু (২৬), পিতা-যোশেফ মুরমু, সাং-খঞ্জনপুর মাহালি পাড়া, ১৩। মোঃ রাশিকুল ইসলাম @ রাশেদ (২৫), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-আরামনগর, ১৪। মোঃ সিতাজুুল ইসলাম (৫৫), পিতা-মৃত. মোজাফ্ফর আলী আকন্দ, সাং-কোমরগ্রাম, ১৫। মোঃ মেহেদী হাসান লিমন (২০), পিতা-মোঃ তারাবুল ইসলাম, সাং-বাগিচা পাড়া, ১৬। রনি কুমার মহন্ত (২৩), পিতা-উষারঞ্জন মহন্ত, সাং-বাগিচা পাড়া, ১৭। মোঃ ইসুফ আহম্মেদ (৩০), পিতা-মোঃ ইয়াকুব আহম্মেদ, সাং-প্রফেসর পাড়া, সর্বথানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট, ১৮। লিখন চন্দ্র (২০) পিতা-সংকর চন্দ্র, সাং-জামালগঞ্জ বাজার, ১৯। মোঃ আজিজার মন্ডল (৩৫), পিতা-মোঃ মিয়াজান মন্ডল, ২০। মোঃ নুর ইসলাম (৩৫), পিতা-মোঃ ফজলুর রহমান, ২১। সুদেব চন্দ্র মহন্ত (৩৫), পিতা-মৃত. তারাপদ মহন্ত, সর্বসাং-রুকিন্দিপুর, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট, ২২। মোঃ সোহেল সরকার (৩৪), পিতা-মৃত. আঃ রাজ্জাক, স্থায়ী সাং-পূর্বপাড়া, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর, বর্তমানে-সাং-সাকিদার পাড়া, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাটদেরকে মাদক সেবনরত অবস্থায় এবং জুয়াড়ি আসামী ২৩। মোঃ আব্দুল কারিম (২৮), পিতা-মোঃ ডাবলু, সাং-তেঘরবিশা, ২৪। মোঃ মামুনুর রশিদ (৪২), পিতা-মোঃ আবদুল মন্ডল, সাং-বুলুপাড়া, ২৫। মোঃ মাহমুদুল ইসলাম (২৬), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-পারুলিয়া, ২৬। মোঃ জুয়েল হোসেন (৩০), পিতা-মোঃ মমতাজ উদ্দিন, সাং-দাদড়া জন্তিগ্রাম, ২৭। মোঃ মুশফিকুর রহমান @ মুনির (২৪), পিতা-মোঃ হুমায়ুন কবির, সাং-সবুজনগর মন্ডলপাড়া, সর্ব থানা-জয়পুরহাট সদর, ২৮। মোঃ আতিকুর রহমান (৪০), পিতা-মোঃ আবু বক্কর ছিদ্দিক, সাং-রসুলপুর (ইউপি-আয়মা রসুলপুর), থানা-পাঁচবিবি, সকলের জেলা-জয়পুরহাট, ২৯। মোঃ মর্তুজা খন্দকার (৩২), পিতা-মৃত ইসমাইল হোসেন, সাং-আদমদিঘি, থানা-আদমদিঘী, জেলা-বগুড়াকে জুয়া খেলারত অবস্থায়সহ সর্বমোট=২৯ (ঊনত্রিশ) জন আসামীদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং প্রকাশ্যে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন