ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি ঃ
২০২০-২০২১ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় গুলশা, পাবদা ও টেংরা মাছের সাথে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরের ঘোড়াঘাটে সুফলভোগী মৎস্যচাষীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার সময় ঘোড়াঘাট উপজেলা মৎস্য অফিসের আয়োজনে, উপজেলা পরিষদের হলরুমে এক দিনব্যাপী এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।উপজেলা মৎস্য কর্মকতা মোছাঃ উম্মে হাবিবা মুমুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ- পরিচালক ড. মোহাঃ সাইনার রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকতা ড. এস এম রেজাউল করিম, সহকারী মৎস্য কর্মকতা মোঃ আদম মালিক চৌধুরী । প্রশিক্ষণে ২০ জন সুফল ভোগী মৎস্যচাষী অংশ নেয়।
মন্তব্য করুন