নবাবগঞ্জ (দিনাজপুর)সংবাদদাতাঃ ।
দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ আশুরা বিলে ক্রস ড্যাম নির্মাণ এবং বিল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের লোকজন জড়ো হয়ে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা র মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য যে, অবৈধ দখলদাররা নবাবগঞ্জ জাতীয় উদ্যানকে উন্নত করতে এবং বনাঞ্চলের হারিয়ে যাওয়া সৌন্দর্য পুনরুদ্ধার করতে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করছে। বাঁধটি সংস্কারের দাবিতে মানববন্ধনের পরে একটি স্মারকলিপি প্রদান করেন এ সময় নবাবগঞ্জ ক্লাব ও গ্রন্থাগারের সভাপতি শাহ মোঃ জিয়াউর রহমান মানিক, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রেজভী, নবাবগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সানোয়ার হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, ব্রিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল , ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, আসমান জামিল, সহ বিপুল জনতা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন