ঘোড়াঘাটে ফাইলেরিয়া রোগের উপর প্রশিক্ষণ I

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জনপ্রতিনিধি ও এলাকার সুশীল সমাজ নেতৃবৃন্দের নিয়ে ফাইলেরিয়া রোগের উপর বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে লেপ্রা বাংলাদেশ ও অ্যাসেড বাংলাদেশের কারিগরি সহায়তায় জাতীয় ফাইলেরিয়া নির্মূল কার্যক্রমের আওতায় ফাইলেরিয়া রোগীর অসুস্থতার পরিচর্যা ও বিকলঙ্গতা প্রতিরোধে করণীয় ও সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ের উপর দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, অধ্যক্ষ এস,এম মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান সহ আরো অনেকে। প্রশিক্ষণে জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, সাংবদিক ও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেয়।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।