জয়পুরহাটে বন্যপ্রাণী বাঁচাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

Spread the love


জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু >
আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে বন্যপ্রাণী বাঁচাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে জয়পুরহাট বন বিভাগে বন্যপ্রাণী বাঁচানোর লক্ষ্যে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা ড.মো: আওয়াল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের সামাজিক বন সংরক্ষক পরিচালক সানাউল্লাহ পাটোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য দেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম জয়পুরহাট জেলার সভাপতি সোহলে আহম্মেদ লিও,দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ওমর আলী বাবু,প্রকৃতি ও জীবন সংগঠনরে সভাপতি জনি, রুকিন্দিপুর ইউনিয়নের ইউপি সদস্য নুর আলম ইদ্রিস প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন জয়পুরহাটের বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বন্যপ্রাণী ধরা, মারা, খাওয়া, ক্রয়-বিক্রয়, পাচার, দখলে রাখা বা শিকার করা আইনত দন্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী দেশের সম্পদ, জীবন, জীবিকা ও পরিবেশের জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ। বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ দমনে এগিয়ে আসুন, জীববৈচিত্র্য রক্ষা করণ বিষয়ে আলোচনা করা হয়।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।