নবাবগঞ্জে কোভিড – ১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী শেষে পুরষ্কার বিতরণ I

Spread the love


নবাবগঞ্জ( দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান :
রোববার দিনাজপুরের নবাবগঞ্জে বালিকা হাইস্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি  মেলার সমাপনী হয়েছে।নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।
সমাপনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার নাজমুন নাহার।৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০। সমাপনী অনুষ্ঠানে- ২০২০ খ্রিস্টাব্দের প্রতিপাদ্য বিষয় কোভিড ১৯,এবং স্বাস্থ্য সুরক্ষা। বিভিন্ন স্টল পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।এসময় উপস্থিত ছিলেন পরিষদের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, প্রমুখ।এ বিষয়ে মেলা সম্পর্কে জানতে চাইলে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম বলেন কোভিড-১৯ এর বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।দিশবন্দি হাতিশাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ বাতেন জানান মেলায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।