ঘোড়াঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালিত I

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলাম শফিঃ
“কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দিবেই পাড়ি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননার মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ বুধবার (৯ই ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেনের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস,এম মনিরুল ইসলাম, ওসি আজিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা ভেটেরিনারী সার্জন রুমানা আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সিরাজুস-সালেকীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার রোলান্ড গোমেজ।
আলোচনা সভা শেষে ৫ ক্যাটাগরিতে ৫ জন জয়িতাদের সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্ত জয়িতারা হলেন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করার জন্য শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পান মোছাঃ আরজিনা বেগম, সফল জননী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পান মোছাঃ জাহানারা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পান সৈয়দা আশরাফুন নেহার, সমাজ ও উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পান রুশিনা সরেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনের জন্য শ্রেষ্ঠ জয়িতা সম্মানা পান মোছাঃ তাছলিমা বেগম।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।