নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান >
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান বলেছেন, মাদক মুক্ত উপজেলা গড়তে মাদক ব্যবসায়ী, সেবনকারী সহ আশ্রয়দানকারীর বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। দলীয় নাম পরিচয় ব্যবহার করে যদি এ ব্যবসায় যথ বড়ই প্রভাবশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান আমার নির্বাচনী অঙ্গীকার ছিল মাদক, সন্ত্রাস ও জঙ্গী মুক্ত উপজেলা গড়তে প্রশাসন সহ সকলের সহায়তা চেয়েছেন তিনি। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নহারের সভাপতিত্বে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-মামুন, থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হযরত আলী, ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ প্রমূখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন অপরাধীরা যে দলেরই হোক স্বাক্ষ্য প্রমাণে ধৃত হলে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেছেন, বাঙ্গালী জাতির ইতিহাসে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে উপজেলা প্রশাসন থেকে নেয়া কর্মসূচী শীতকালীন করোনা ঢেউয়ের কারণে স্বল্প পরিসরে পালন করতে সকলের প্রতি আহবান জানান। এছাড়াও আশুড়ার বিলে দখলকারীদের উচ্ছেদ এর বিষয়ে সভায় ব্যপক ও বিস্তর আলোচনা হলে কমিটির সভাপতি উপজেলা নির্বহী অফিসার বলেছেন সরকারি জমিতে অবস্থান কারীদের অপসরণের জন্য নেয়া হচ্ছে পদক্ষেপ।
মন্তব্য করুন