পারভেজ রানা, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
সোমবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে পৌরসভা বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নবাবগঞ্জ পৌরসভা ও জাতীয় উদ্যান বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহবায়ক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর হোসেন, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বিনোদনগর ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন, নবাবগঞ্জ ডিগ্রী কলেজ প্রভাষক নজরুল ইসলাম ফতেহ, কেন্দ্রীয় বণিক সমিতির সাঃ সম্পাদক মাহবুব আলম প্রমুখ। পৌরসভা বাস্তবায়নের বিষয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পৌরসভা বাস্তবায়নের কাজ করে যাব। আপনারা এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে এগিয়ে আসবেন এ আহবান জানান তিনি প্রধান অতিথি এমপি শিবলী সাদিক। উপজেলা পরিষদের আতাউর রহমান বলেন- আমরা ইতোমধ্যেই দৃষ্টিনান্দনিক আশুরার বিলকে অবৈধ দখলদারদের হাতে ছেড়ে দিয়েছি। তারা জমির বৈধ এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে। আজকে যদি আশুরার বিলকে পর্যটন ক্ষেত্রে সফল করতে পারি তবে, এখানকার রাজস্ব আয় দিয়ে পৌরসভা বাস্তবায়ন করা সম্ভব হয়ে। তিনি পৌরসভা বাস্তবায়নের জন্য এবং আশুরার বিলকে অবৈধ দখলকারীদের কবল থেকে রক্ষা করতে সংসদ সদস্যসহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন