নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
বুধবার সকাল ১১ ঘটিকায় দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় বণিক সমিতির আয়োজনে ফুটবল ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি শিবলী সাদিক দিনাজপুর ৬। এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বণিক সমিতির সভাপতি মোঃ ছানোয়ার হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেদুল কবির রাজু, নবাবগঞ্জ জাতীয় উদ্যান বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (ডায়মন্ড), উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হফিজুর রহমান, শাহ জিয়াউর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন, সাংবাদিক ওয়ায়েস কুরুনী, ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া প্রমূখ। কেন্দীয় বণিক সমিতির সভাপতি বলেছেন, ‘মাদক কে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন’ এ বিষয়কে সামনে নিয়েই প্রতি বছরের ন্যায় ব্যবসায়ী সমিতি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করে থাকে। নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান স্বাস্থ্যবিধি মেনে খেলা আয়োজন করার জন্য আয়োজকদের নির্দেশনা দেন। খেলায় ফল ব্যবসায়ী বনাম ইলেকট্রনিক্স ব্যবসায়ী অংশগ্রহণ করে। ০-১ গোলে ফল ব্যবসায়ী কে ইলেকট্রনিক্স ব্যবসায়ী পরাজিত করে বিজয়ী হয়েছে। পরে বিজয়ী দলকে একটি মোটাতাজা গরু তুলে দেন প্রধান অতিথি।
মন্তব্য করুন