নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
বাপ-দাদার কবরস্থান পুকুরের ভাঙ্গনে ভেঙ্গে যাওয়া সহ উদ্ধার করতে আকুতি জানিয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের খোদাইপুর (নাওভাঙ্গা) ও বর্তমান গোলাপগঞ্জ বাজারে অবস্থান করা বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন মন্ডল। তিনি জানান, পশ্চিম খোদাইপুর মৌজার দাগ নং- ৮৪৭, শ্রেণী- ডাঙ্গা, ১০ শতাংশ কবরস্থান দীর্ঘদিন ধরে তফসিল বর্ণিত জমিটি ক্রয় করে তাঁর বাপ-দাদা সহ আত্মীয় স্বজনের দাফন করা হয় ওই কবরস্থানে। এদিকে ওই জমি সংলগ্ন একই মৌজায় দাগ নং- ৮৪৯, পরিমাণ- ১ একর ৯০ শতাংশ জমিতে পুকুর রয়েছে। পুকুরে প্রতি বছর ইজারার বিনিময়ে মাছ চাষ করায় পুকুরের পানির ঢেউ এসে ওই কবরস্থানে ৫-৬টি কবর সম্পূর্ণরুপে ভেঙ্গে পুকুরের সাথে মিশে গেছে। বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন জানান, পুকুর দেখাশুনা করা সভাপতি মশরতুল্লাহ প্রভাব খাটিয়ে ইজারার বিনিময়ে মাছ চাষ করতে দেওয়ায় তার পারিবারিক কবরস্থান ধ্বংস হয়ে গেছে। তিনিও মৃত্যুর পর ওই কবরস্থানে যেন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় এ দাবি জানান তিনি। এবিষয়ে পুকুর দেখাশুনাকারী মশরতুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান পুকুরের পানি সেচ দিলেই শুকনো মাটি দিয়ে কবরস্থানটির সীমানা প্রাচীর নির্মান করে দিবেন। বর্তমানে কবরস্থান রক্ষা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন।
মন্তব্য করুন