নবাবগঞ্জে গ্রামীনফোন ও আইটেল ডিস্ট্রিবিউশন হাউজে ৭ লাখ টাকার মালামাল চুরি।। আটক হয়নি কেউ ।

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
নবাবগঞ্জে রাতের আধারে গ্রামীণফোন ও আইটেল ডিষ্ট্রিবিউশন হাউজে ৭লাখ টাকার মালামাল চুরির ঘটনায় উপজেলা সদরে হ্যালো নবাবগঞ্জ এর স্বত্বাধীকারী নাজিম উদ্দিনের পুত্র মোঃ সরোয়ার মোর্শেদ সাজু চুরি যাওয়া মালামাল উদ্ধার সহ অপরাধীর আটকের ঘটনায় নবাবগঞ্জ থানায় লিখিত ভাবে অভিযোগ দাখিল করেছেন। চুরি যাওয়ার একদিন অতিবাহিত হলেও চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
গত শনিবার রাতের কোন এক সময় এই চুরি সংঘঠিত হতে পারে বলে ধারনা করছে কর্তৃপক্ষ। নবাবগঞ্জ থানার সন্নিকটে থাকা ভবনের দোতলার পাশাপাশি থাকা ঐ দুটি ডিস্টিবিউশনের ছাদের গেটের দরজা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে ৪টি ঘরের তালার লকার ভেঙ্গে আইটেল ডিস্টিবিউশনের মোবাইল ফোন এবং গ্রামীনফোনের রিচার্জ কার্ড,মডেম,রাউটার নিয়ে যায়।
নবাবগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ অশোক কুমার চৌহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত চলছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে নবাবগঞ্জ কেন্দ্রীয় বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুল আলম জানান, পর পর ৩বার তার ব্যবসা প্রতিষ্ঠানে ইতিপূর্বে চুরি সংঘটিত হয়েছিল।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।